মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন পূরনের জন্য সারা দেশে ১০,০০০ এর বেশী উদ্যোক্তা বা ইউআইএসসি পরিচালকগন কাজ করছে। আমি তাদের মধ্যে একজন। দীর্ঘ সময় ধরে শূন্য থেকে নিজের ইউআইএসসিকে করেছি সমৃদ্ধ ও সফল। নিজে অর্জন করেছি স্বাধীন ও সফল আত্নসংস্থান।
আমি এগিয়ে যেতে চাই অনেক দুর যেখানে সফলতা আর স্বপ্ন পূরনের সকল সম্ভাবনা রয়েছে......................